রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

প্রকাশিতঃ 1:44 pm | August 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

বুধবার (২২ আগষ্ট) সকাল ৮ টায় এই মাঠে তিনি নামাজ আদায় করেন।

আইজিপি’র সঙ্গে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদসরা এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজের পর দেশ ও জাতির অব্যাহত অগ্রযাত্রা, কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিও:

কালের আলো/ওএইচ/এসআর