নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা

প্রকাশিতঃ 7:26 pm | December 06, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রথমবার মেয়েদের ফুটবল লিগে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। আজ রোববার জামালপুর কাচাড়িপাড়ার বিপক্ষে ১৩-১ গোলে জিতে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা।

অবশ্য জামালপুরের দলটির বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত বসুন্ধরার। কিন্তু বিশাল জয়ে শিরোপার উল্লাস করে তারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা বড় ব্যবধানে জিতেছে সাবিনা ও তহুরার হ্যাটট্রিকে। সাবিনা খাতুন পাঁচটি ও তহুরা তিনটি গোল করেন। অধিনায়ক সাবিনা খাতুন লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। ১৯ গোল করে দ্বিতীয় স্থানে আছেন সতীর্থ কৃষ্ণা।

আসরে এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচের সবই জিতছে বসুন্ধরা। তাই ৩৩ পয়েন্ট নিয়ে লিগের মুকুট জিতেছে তারা।

নাসরিন একাডেমি রানার্সআপ হতে যাচ্ছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। এই শিরোপা জয়ে বসুন্ধরার শেষ ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতার।

কালের আলো/এসজেএস