প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর প্রথম শ্রেণীতে ভ্রমণ নিষেধ
প্রকাশিতঃ 8:12 pm | August 25, 2018
বিশ্ব ডেস্ক, কালের আলো:
‘পরিবর্তনে’র ঝাণ্ডা নিয়ে সদ্য ক্ষমতায় আসা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজে নেমেছে। এরই মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা পুনঃনির্ধারণ করেছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার।
এবার রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকারের প্লেনের প্রথম শ্রেণী ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চলতি সপ্তাহে অনুষ্ঠিত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২৫ আগস্ট) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন অনলাইনের খবরে এমনটা জানানো হয়।
খবরে বলা হয়, বৈঠক শেষে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শুধুমাত্র তার সরকারি এয়ারক্র্যাফট অভ্যন্তরীণভাবে ব্যবহার করতে পারবেন। আর পাকিস্তানে সরকারি ছুটি শুধুমাত্র রোববার করা সংক্রান্ত প্রস্তাব নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।
কালের আলো/ওএইচ