‘সত্যিই এমনটা হয়েছে?’

প্রকাশিতঃ 8:44 pm | December 13, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের জন্য শুক্রবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় জায়গা পেয়েছেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা রবার্ট লেওয়ানডোস্কি।

বর্ষসেরা দৌড়ে থাকার মতো পারফরম্যান্স গত মৌসুমে উপহার দিতে পারেননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ তারা জায়গা পেয়েছে ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায়। পারফরম্যান্সে মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে থেকে সেরা তিনে জায়গা পাননি ব্রাজিল সুপারস্টার নেইমার। যে কারণে মোক্ষম খোঁচায় পরোক্ষভাবে ফিফাকেই একহাত নিয়েছেন পিএসজির ব্রাজিলীয় ফারোয়ার্ড।

শুক্রবার রাতে প্রথম টুইটে নেইমার লিখেছেন- টেনিসে কিছু করতে না পেরে বাস্কেটবল খেলতে যাচ্ছি।

ছয় মিনিট পর তার দ্বিতীয় টুইট, এরই মধ্যে বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছি, এখন আমি গেমার। অনেকের ধারণা- নেইমার বোঝাতে চেয়েছেন যে তিনি ফুটবল খেলেন না। খেললে এবার সেরা তিনে তাকে রাখা হতো। পরে আরেকটি টুইটে নেইমার লেখেন- সত্যিই এমনটা হয়েছে?

নেইমারের ক্ষোভ অমূলক নয়। গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পাশাপাশি ঘরোয়া ট্রেবল জিতেছেন তিনি। যেখানে মেসির বার্সেলোনা কিছুই জেতেনি। রোনালদোর জুভেন্টাস জিতেছে শুধু লিগ শিরোপা।

কালের আলো/পিএসজে