পদোন্নতি পেলেন স্বাস্থ্য ক্যাডারের ৪৩৮ চিকিৎসক

প্রকাশিতঃ 11:09 am | December 15, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত নন-ক্যাডার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪৩৮ জন চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত ২১টি বিষয়ের ৪৩৮ জন চিকিৎসক মেডিকেল অফিসারকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের per3@hsd.gov.bd ইমেইল ঠিকানায় যোগদান পত্র জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কালের আলো/ডিএসবি