বিজয় দিবসে শহীদদের প্রতি বশেফমুবিপ্রবির শ্রদ্ধা

প্রকাশিতঃ 5:12 pm | December 16, 2020

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলো:

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী মোড় সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এর পক্ষে বশেফমুবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, উপ-রেজিস্ট্রার জনাব মো. মহিউদ্দিন মোল্লা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/জেএসবি