বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিতঃ 10:26 am | December 17, 2020

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। উপরন্তু দিনকে দিন এটির লাগামহীন বিস্তার ঘটছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যু। এ মহামারীর শুরু থেকে গত ১১ মাসে প্রথমবারের মতো একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৩শ’ মানুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৬ লাখ ৫৪ হাজার। আক্রান্ত সাড়ে ৭ কোটি।

বুধবারই(১৬ ডিসেম্বর) নতুন করে প্রায় ৭ লাখ মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। সোয়া দু’লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে দু’কোটি ছুঁই ছুঁই।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ হাজার মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৮৪ হাজারের মতো। দৈনিক প্রাণহানি ৬শ’ থেকে সাড়ে ৭শ’ ছিল জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও রাশিয়ায়।

এদিন রেকর্ড আড়াইশ’ মৃত্যু দেখেছে তুরস্ক। দৈনিক মৃত্যু কিছুটা কমেছে ভারত, ফ্রান্স ও ইরানে। যদিও করোনায় মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ ভারতে, এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের মতো মানুষ মারা গেছেন। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৬ হাজারের মতো।

কালের আলো/এসবি/এমআরকে