দারুণ জয়ে শুরু বসুন্ধরা কিংসের

প্রকাশিতঃ 11:25 pm | December 22, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আসরের প্রথম ম্যাচ। দুই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ান বসুন্ধরা কিংস ও রানার্সআপ রহমতগঞ্জ এমএফএস। তাই লড়াইটা বেশ ভালোই হবে বলে ধরে নিয়েছিল সবাই। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে তা মোটেও হয়নি। দারুণ জয়ে আসর শুরু করেছে বসুন্ধরা।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা জিতেছে ৩-০ গোলে।

ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ফ্রি কিকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন অস্কার।

৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণের ভুলে বসুন্ধরা দ্বিতীয় গোল পায়। সুযোগে ব্রাজিলীয় মিডফিল্ডার রবিনিয়ো করেন গোলটি।

৬৪ মিনিটে মিশরের ডিফেন্ডার আলাআলদিন নাসের নিজেদের জালেই বল পাঠিয়ে বসুন্ধরাকে আরো এগিয়ে দেন।

করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চে স্থগিত হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের লিগ। এরপর মৌসুমই বাতিল করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লম্বা বিরতি শেষে এ ম্যাচ দিয়ে মাঠে ফিরল ঘরোয়া ফুটবল। ম্যাচের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম জীবাণুমুক্ত করা হয়। গ্যালারিতেও ছিল সীমিত সংখ্যক দর্শক।

কালের আলো/ডিএসবি/এমআরকে