দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩

প্রকাশিতঃ 4:17 pm | December 25, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৬৩ জন। ফলে মোট আক্রান্তের ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন হয়েছে।

শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২ হাজার ১১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন হয়েছে।

কালের আলো/বিএস/এমএইচ