ট্রাম্পকে ফিফা প্রেসিডেন্টের লাল কার্ড

প্রকাশিতঃ 3:55 pm | August 29, 2018

ডেস্ক রিপোর্ট, কালের আলো :

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রতি ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে তাকে লাল কার্ড উপহার দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের পরিকল্পনার জন্য মঙ্গলবার তারা সাক্ষাৎ করেন।

আলোচনার শেষের দিকে ট্রাম্পকে একটি জার্সি উপহারের পাশাপাশি একটি করে লাল ও হলুদ মিডিয়া কার্ডও উপহার দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

কার্ড পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হলুদ এবং লাল কার্ডের মধ্যে থেকে লাল কার্ডটি হাতে নিয়ে ট্রাম্প বলেন,‘এটা খুব ভালো। লাল আমি পছন্দ করি।’

ফিফা প্রেসিডেন্ট ওয়াশিংটনের হোয়াইট হাইজে বিশেষ অতিথি হিসেবে ছিলেন। বিশ্বকাপ নিয়ে তার সঙ্গে আলোচনার এক পর্যায়ে ২০২৬ সালের বিশ্বকাপকে ইতিহাসের সেরা ক্রীড়া আসর হবে বলেন উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন,‘আমরা একটি দুর্দান্ত ক্রীড়া আসরের অংশীদার হতে যাচ্ছি এবং এটি ইতিহাসের খুব বিশেষ একটি আসর হতে যাচ্ছে।’

২২তম ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

কালের আলো/বি/এমএইচএ