নির্বাচনের বছরে কোন অনিয়ম চান না খাদ্যমন্ত্রী
প্রকাশিতঃ 6:59 pm | August 29, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
নির্বাচনের বছর কোন অনিয়ম হোক চান না খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
বুধবার (২৯ আগস্ট)খাদ্য অধিদফতরের সভাকক্ষে খাদ্যবান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুবিধাভোগীদের তালিকা করার ক্ষেত্রে ভুলভ্রান্তি থাকতেই পারে। কিন্তু এবার আমরা মোটামুটি স্বচ্ছ ও নির্ভুলভাবে এই কাজটা করতে চাই, ডিস্ট্রিবিউশনটা করতে চাই। এটা নির্বাচনের বছর, এটা সত্য কথা, আগামী ডিসেম্বরে নির্বাচন। নির্বাচনের বছরে চাই না- কোনো রকম অনিয়ম হোক, কোনো রকম অনিয়মের চিত্র পত্রপত্রিকায়, মিডিয়ায় আসুক।
ফুড কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ডিসি ফুড আরসি ফুড কর্মকর্তাদের বলব, আপনারা অত্যন্ত সচেতন থাকবেন কোথাও যাতে কোনো অনিয়ম পরিলক্ষিত না হয়। কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে তা সংশোধনের ব্যবস্থা করবেন। আমি পরিষ্কার বলতে চাই, কোথাও যাতে কোনো অনিয়ম না হয়, সে জন্য আপনারা অতন্দ্রপ্রহরীর মতো সজাগ থাকবেন।
সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, নির্বাচনের বছরে কোনো পক্ষ সরকারকে আনপপুলার করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সরকারের দোষত্রুটি তুলে ধরার চেষ্টা করতে পারে। এবার সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। একটি পক্ষ সেই চেষ্টা করতে পারে, তাই এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।
তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা বিধানে নিরন্ন মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন। আড়াই কোটি মানুষ এই কর্মসূচির সুফল ভোগ করছে। চালুর পর এই কর্মসূচি নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজ এসেছে। আমরা সেটা থেকে সাবধান হয়েছি।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকরা দুর্গম অঞ্চলে ডিলারদের পরিবহন খরচ বাড়িয়ে দেয়ার প্রস্তাব দেন। ডিলাররা প্রায় সবাই রাজনৈতিক পরিচয়ধারী, তাই কর্মসূচি শুরুর আগে ডিলারদের নিয়ে বৈঠক করার প্রস্তাব দেন তারা।
এর আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কুড়িগ্রামে পুষ্টিচাল বিতরণ করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এবার নতুন ৮টি উপজেলায় পুষ্টি চাল দেয়া হবে। ঢাকার কেরাণীগঞ্জ, গাজীপুরের কালিগঞ্জ, গোপালগঞ্জের মুকছুদপুর, ফরিদপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর, লক্ষ্মীপুরের রামগঞ্জ এবং বরগুনার বামনা উপজেলায় পুষ্টি চাল দেয়া হবে।
কালের আলো/জা/এমএইচএ