‘জাগ্রত আছিম গ্রন্থাগার’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি কবির, সম্পাদক শিবলী
প্রকাশিতঃ 2:14 am | August 30, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো: ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ‘জাগ্রত আছিম গ্রন্থাগার’ এর ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) গ্রন্থাগার পরিচালনা পর্ষদের আহবায়ক জিল্লুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্রন্থাগারের আরেক প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব হাসান শিবলী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ তামিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাব্বির আলম নাহিদ, যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ মাসুদ রানা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ তুষার।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হচ্ছেন সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জাহিদ ও জাকির হাসান কাউসার, অর্থ সম্পাদক আব্দুল আল তায়্যিব, সহ: অর্থ সম্পাদক মেহেদি হাসান আকাশ, দপ্তর সম্পাদক মাহমুদুল হোসাইন সুন্নান, উপ দপ্তর সম্পাদক রিয়াজ আহমেদ, প্রচার সম্পাদক মেহেদি হাসান, উপ প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সানোয়ার হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানোয়ারা আক্তার অন্তরা, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক নূজহাত-ই-ইসলাম ও সানজিদা ইয়াসমিন।
গ্রন্থাগার পরিচালনা পর্ষদের আহবায়ক জিল্লুর রহমান রিয়াদ জানান, “প্রতিষ্ঠার পর থেকে পরিচালনা পর্ষদের মাধ্যমে জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালিত হয়ে আসছে। গত ২৫ আগস্ট নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছেন গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দ। নতুন পরিচালনা পর্ষদ গ্রন্থাগারের কাজ আরও গতিশীল করার উদ্দেশ্যে আগামী এক বছরের জন্য প্রথম বারের মত “জাগ্রত আছিম গ্রন্থাগার কার্যনির্বাহী পরিষদ” গঠন করা হয়েছে। এখন থেকে জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা পর্ষদ ও জাগ্রত আছিম গ্রন্থাগার কার্যনির্বাহী পরিষদ এর যৌথ পরিচালনায় গ্রন্থাগারের কাজ আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি।”
কালের আলো/ওএইচ