বস্ত্র অধিদপ্তরে নিয়োগ

প্রকাশিতঃ 4:05 pm | August 30, 2018

চাকরি ডেস্ক, কালের আলো:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জন্য নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত সরাসরি পূরণযোগ্য স্থায়ী ও অস্থায়ী শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নয়টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদসমূহে নারী-পুরুষ উভয়েইই আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর।

পদের নাম ও সংখ্যা
১। উচ্চমান সহকারী- ২টি

২। স্টোর কিপার- ৪টি

৩। লাইব্রেরিয়ান- ৪টি

৪। টেকনিক্যাল- ১৩টি

৫। অফিস সহকারী, পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২টি

৬। ইলেক্ট্রিশিয়ান- ২টি

৭। হিসাব সহকারী- ৪টি

৮। ড্রাইভার-১টি

৯। বয়লার অপারেটর- ১টি

বেতন : ৯ হাজার ৩০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা

আবেদন প্রক্রিয়া
এ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ২৬/৮/২০১৮ তারিখ থেকে ১৩/৯/১৮ তারিখ পর্যন্ত বিকেল ৫টার মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে।এই জন্য http://dot.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা
পদটিতে আবেদন করা যাবে আগামী ১৩, সেপ্টেম্বর-২০১৮ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন: