সাব্বির-মোসাদ্দেককে তলব করেছে বিসিবি
প্রকাশিতঃ 2:50 pm | August 30, 2018
খেলার মাঠে প্রতিবেদক, কালের আলো:
মাঠ ও মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গ করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটা সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত কে তলব করেছে বিসিবি।
আগামী শনিবার এই দুই ক্রিকেটারকে বিসিবি ভবনে ডাকা হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারনেই ডাকা হয়েছে।
সাব্বির রহমান এর আগেও কয়েকবার শাস্তির সম্মুখ্যিত হলেও সম্প্রতি আবার দর্শককে ফেসবুকে গালাগালি করে সমালোচিত হন। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন সাব্বির রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে।
এছাড়া বাংলাদেশের আরেক উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেন তার স্ত্রী সামিয়া শারমিন ঊষা।
এসবের পরই মূলত তলব করা হয়েছে তাদেরকে। বিসিবির তলবে কি শাস্তি দেয়া হবে নাকি সতর্ক করা হবে এসব নিয়েই বর্তমানে ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে।
কালের আলো/খেমা/এমএইচএ