দূর প্রবাসে পুরনো বন্ধুর সাথে

প্রকাশিতঃ 3:07 pm | August 30, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

বাংলাদেশে বিজ্ঞাপনের জগতে বাংলালিংকের নিরব-তিন্নির জুটির কথা হয়নি ভূলে যাওয়ার নয়। সেই সময়ে বাংলালিংক দেশ’র সেসব বিজ্ঞাপন খুব জনপ্রিয় হয়েছিল সবত্র।

সময়ের পরিবর্তনের সাথে পাল্টেছে সব কিছুই। বর্তমানে শ্রাবন্তী দত্ত তিন্নি বসবাস করেন সুদূর কানাডায়। আর নিরব ব্যস্ত আছেন ভিবিন্ন কাজে, তবে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের ট্র্যাভেল শো অনুষ্ঠানের শুটিং নিয়ে আছেন কানাডায়। সেখানেই এই পুরোনো জুটিকে দেখা গেল একসঙ্গে।

১৫ দিনের সফরে গত শুক্রবার বিকেলে উড়াল দিয়েছেন কানাডার উদ্দেশ্যে। ঘুরে বেড়াচ্ছেন ভ্যাঙ্কুবার থেকে মন্ট্রিল, ওন্টারিও থেকে ব্রিটিশ কলম্বিয়া কিংবা ম্যানিটোবা। সেখান থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টে করা একটি ছবিতে নিরব ক্যাপশন দিয়েছেন, ‘উইথ বাংলালিংক গার্ল দোস্ত।’ আর সেই ছবির নিচেই মন্তব্য উপচে পড়ছেন। জানতে চান তিন্নির গল্প। জানা গেছে, তিন্নি এখন মেয়েকে নিয়ে মন্ট্রিলেই বসবাস করেন।

একটিএদিকে নিরব কানাডায় গিয়েছেন, দেশটি সফল বাংলাদেশিদের গল্প শুনতে। কানাডায় অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। যারা অনেকেই নিজের যোগ্যতায় হয়েছেন সফল ও ধনী। সফল এই মানুষদের নিয়ে এটিএন বাংলা নির্মাণ করছে ট্র্যাভেল শো ভিত্তিক একজন সফল ব্যক্তির গল্প, যে অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক নিরব। সফল ওই মানুষ তার পরিবার নিয়ে অতিথি হচ্ছেন নিরবের।

পরিবার ও সফল ব্যক্তির সঙ্গে নানা বিষয়ে আড্ডা, ঘোরাঘুরি, এগিয়ে যাওয়ার কথা শোনা হচ্ছে। পাশাপাশি কানাডায় তাদের জীবন যাপনের নানা বিষয়।

কানাডা সফর থেকে ফিরেই ‘আব্বাস’ ছবির শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন এ নায়ক। সেইসঙ্গে শুরু করবেন বন্ধন বিশ্বাসের ‘অফিসার রিটার্ন’ ছবির শুটিং।

কালের আলো/শো/এমএইচএ