করোনার টিকা নেওয়ার একদিন পরই স্বাস্থ্যকর্মীর মৃত্যু

প্রকাশিতঃ 10:19 pm | January 06, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) ফাইজারের প্রস্তুতকৃত টিকা নেওয়ার একদিন পরই মৃত্যুবরণ করেছেন ৪৮ বয়সী পর্তুগালের এক স্বাস্থ্যকর্মী। তার নাম সোনিয়া আচেভেদো। নববর্ষের প্রথমদিনে হঠাৎ মৃত্যু হয় তার।

এদিকে ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

দুই সন্তানের মা সোনিয়া পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানাননি তিনি।

সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেবেদো দেশটির সংবাদমাধ্যম ‘কোরেইয়ো দা মানহা’কে বলেন, আমার মেয়ে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না। সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু কারণ জানতে চাচ্ছি।

পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন তিনি। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার।

কালের আলো/এসবি/এমএইচ