টিএসসি’তে মঞ্চস্থ হল নাটক ‘আমিই তুমি’
প্রকাশিতঃ 10:52 pm | January 10, 2018
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: ‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ব্যবস্থাপনায় ‘কালারস অব লাইফ থিয়েটার ফেস্ট-২০১৮’ শিরোনামে তিন দিনব্যাপী নাট্যোৎসবে গতকাল মঙ্গলবার মঞ্চস্থ হয়ে গেল নাটক ‘আমিই তুমি’।
মঙ্গলবার উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যাণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অভিনীত নাটক ‘আমিই তুমি’। নাটকটি রচনা করেছেন এহসান হাফিজ আর নির্দেশনা দিয়েছেন উক্ত বিভাগের প্রভাষক মেহেদী তানজীর।
এ সময় বিশিষ্ট নাট্যজন নির্দেশক, নাট্যশিক্ষক ও অভিনেতা অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, ঢাবির শিক্ষক শাহমান মৈশান, সাইদুর রহমান লিপন, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, নাট্যকার এহসান হাফিজ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার তুষার রায় এবং কর্মকর্তা তরু শাহরিয়ার স্বর্গ, নাট্য শিল্পী কাজী জিলানীসহ প্রমূখ।
নাটকটির নির্দেশক মেহেদী তানজীর বলেন, এই নাটকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। লেখক মনে করেন আমাদের মুক্তিযুদ্ধ কোন বিচ্ছিন্ন ঘটনা না। এ মুক্তিযুদ্ধ মূলত গোষ্ঠিগত চেতনার ঐকতা। এ নাটক কোন উৎকৃষ্ট শিল্প নির্মানের চাইতে দার্শনিক ঐক্যতা অর্জনই প্রধান বলে মনে হয় আমাদের।