তিন ফরমেটে ৩৪২ রান করলেই ১০ হাজারের ঘরে মুশফিক

প্রকাশিতঃ 2:25 pm | August 31, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জল নক্ষত্র। তিনি একাধারে বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক ও মারকুটে ব্যাটসম্যান। সম্প্রতি সময়ে তিনি উপহার দিয়েছেন দারুন সব ইনিংস।

মুশফিকুর রহিম তিন ফরমেটে মোট ৩২৩ ম্যাচ খেলে মোট ৯৬৫৮ রান করেছেন। আর মাত্র ৩৪২ রান করলেই তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে নাম লিখাবেন ১০ হাজার রানের ঘরে।

মুশফিক এখন পর্যন্ত মোট ৬২টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩৬৯৯ রান। যেখানে তিনি ১টি ডাবল সেঞ্চুরি, ৫টি শতক ও ১৯টি অর্ধশতক করেছেন।

ওয়ানডে ক্রিকেটে ১৮৭ ম্যাচে ১৭৩ ইনিংস খেলে ৪৮২৮ রান করেছেন মোট ৬২৩৪ বল খেলে। এই রানে তার মোট শতক রয়েছে ৫টি এবং অর্ধশতক ২৯টি। সর্বোচ্চ ১১৭ রান রয়েছে ওয়ানডেতে মুশফিকের।

টি টোয়েন্টিতে মোট ১২৩১ রান করেছেন ৭৪ ম্যাচে ৬৬ ইনিংস খেলে। টি টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান ৭২।

কালের আলো/খেমা/এমএইচএ