পদ্মাসেতুর তিন ভাগের দুই ভাগ টাকা আ.লীগের পকেটে: কাদের সিদ্দিকী

প্রকাশিতঃ 10:55 pm | January 10, 2018

কালের আলো: আওয়ামী লীগ সরকার বেশ কিছু ভালো কাজ করলেও পদ্মা সেতুর তিন ভাগের দুই ভাগ টাকা আওয়ামী লীগ পকেটে তুলেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী।

জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা মন্তব্যের সমালোচনা করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্প হলেও পদ্মা সেতু ভাঙবে না।

বুধবার বিকেলে সখীপুরে একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে, গত সপ্তাহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ তোলেন খালেদা জিয়া। এসময় পদ্মাসেতু নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে এই সেতু হবে না। কোনো একটা যদি জোড়াতালি বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে।”

কাদের সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগ কিছু ভালো কাজও করেছে। তার মধ্যে একটা হচ্ছে পদ্মা সেতু। কিন্তু ওই সেতুর তিন ভাগের দুই ভাগ টাকা আওয়ামী লীগ পকেটে তুলেছে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি সঠিক ভোট হয়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। আর ভোট না হলে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও মরবে। অন্যদিকে নির্বাচনে বিএনপি জিতলে ওই রাতেই কয়েক লাখ মানুষ খুন হবে। হাসিনা-খালেদা কিছুই করতে পারবে না।’

এর আগে, বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নারী এমপি ফজিলাতুন নেসা বাপ্পী সাবেক প্রধানমন্ত্রী খালেদার ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। পদ্মা সেতু ‘জোড়াতালি দিয়ে’ তৈরি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এই ধরনের পাগলের কথায় কারও বেশি মনোযোগ না দেয়াই ভালো”।