আজাদ হত্যা : হাইকোর্টের নির্দেশে মামলা নিলো পুলিশ, ধর্মমন্ত্রীর ছেলেসহ আসামি ২৫
প্রকাশিতঃ 2:08 am | September 01, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হাইকোর্টের নির্দেশে অবশেষে ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদ ওরফে আজাদ শেখ হত্যা মামলা গ্রহণ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এই মামলায় ধর্মমন্ত্রীর ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
হত্যাকান্ডের এক মাস পর শুক্রবার (৩১ আগস্ট) রাতে এই মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
এর আগে গত ৩১ জুলাই ময়মনসিংহ শহরতলী আকুয়ার নাজিরবাড়িতে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আজাদকে গুলি, জবাই ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষরা।
এর দুই দিন পর আজাদের শেখের স্ত্রী দিলরুবা আক্তার দিলু ধর্মমন্ত্রীর ছেলে মোহিত উর রহমান শান্ত, মহানগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মন্তু বাবুসহ ২৫ জনকে আসামি করা হয়। তবে ‘স্পর্শকাতর’ হওয়ায় মামলাটি গ্রহণ থেকে বিরত থাকে পুলিশ।
এজাহার দায়েরের পরও পুলিশ মামলা গ্রহণ না করায় কয়েক দফা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে আজাদের স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতাই মামলা না নেওয়ায় পুলিশের সমালোচনায় মুখর হয়।
তবে শুরু থেকেই মন্ত্রীর ছেলে শান্ত তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতেই এই হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করে আসছিলেন। তাঁর পক্ষে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা যায় তাঁর বলয়ের নেতা-কর্মীদের।
সূত্র মতে, ‘অভিযুক্ত ধর্মমন্ত্রীর ছেলে, তাই মামলা নিচ্ছে না পুলিশ’ শিরোনামে গত ১২ আগষ্ট সমকালের প্রথম পাতায় প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রয়াত যুবলীগ নেতা শেখ আজাদের স্ত্রী দিলরুবা আক্তার দিলুর পক্ষে রিট করেন আইনজীবী আফিল উদ্দিন।
রিট আবেদনে সমকালে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আদালতে দাখিল করা হয়। রিটকারির পক্ষে শুনানি জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
জেড আই খান পান্না গণমাধ্যমকে বলেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ গত বৃহস্পতিবার (৩০ আগষ্ট) মামলার এজাহার গ্রহণ করতে আদেশ দেন। আদেশ বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম কালের আলোকে জানান, হাইকোর্টের নির্দেশে (৩১ আগস্ট) রাতে এই মামলা গ্রহণ করা হয়েছে।
এদিকে, মন্ত্রীর ছেলের নামে মামলা দায়েরের পর থেকেই নগরজুড়ে আলোচনার সৃষ্টি হয়। তবে এই বিষয়ে দৈনিক কালের আলো’র পক্ষ থেকে
একাধিকবার মন্ত্রীর ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে তাঁর একটি ঘনিষ্ঠ সূত্র কালের আলো’র কাছে দাবি করেছে।
আরও পড়ুন: যুবলীগ নেতা আজাদ হত্যা : মামলা গ্রহণে হাইকোর্টের নির্দেশ
কালের আলো/ওএইচ