মিয়ানমার উপকুলে রহস্যময় জাহাজ!

প্রকাশিতঃ 12:04 pm | September 01, 2018

কালের আলো ডেস্ক:
মিয়ানমারের ইয়াঙ্গুনের কাছে একটি রহস্যময় জাহাজের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় জেলেরা জাহাজটি দেখেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এটিকে রহস্যময় ‘ভূতুড়ে জাহাজ’ বলছেন।

সংবাদমাধ্যমের খবরে জানাযায়, নাবিক পন্য ছাড়া চলতি সপ্তাহে ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামের মালবাহী জাহাজটি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানীর কাছে ভেসে বেড়াতে দেখা যায়।

মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা জাহাজটি পর্যবেক্ষনের জন্যে জাহাজে উঠলে সেখানে তারা ইন্দোনেশিয়ার পতাকা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। এটি অগভীর পানিতে আটকে পড়েছিল বলেও জানিয়েছেন তারা।

জাহাজটি ২০০১ সালে নির্মতি বলে জানা গেছে ম্যারিন ট্র্যাফিক ওয়েবসাইট থেকে।