কক্সবাজারে ঈদগাঁও থানার যাত্রা শুরু
প্রকাশিতঃ 6:24 pm | January 20, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় কক্সবাজারের ঈদগাঁও থানার যাত্রা শুরু হয়েছে।
বুধবার(২০ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে কক্সবাজার সদরে আনুষ্ঠানিকভাবে ঈদগাঁও থানা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা যায়, ঈদগাঁও থানা ইতোপূর্বে ঈদগাঁও তদন্ত কেন্দ্র ছিল। তদন্ত কেন্দ্রটি থানায় উন্নীত হওয়ার জন্য এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজ এ তদন্ত কেন্দ্রের পূর্ণাঙ্গ থানা হিসেবে কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে এলাকার পাঁচটি ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
প্রসঙ্গত, ঈদগাঁও থানা নিয়ে কক্সবাজার জেলা পুলিশের থানার সংখ্যা দাঁড়ালো নয়টি।
কালের আলো/এসবি/এমআরকে