‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলছে’
প্রকাশিতঃ 10:12 am | January 11, 2018
স্টাফ রিপোর্টার, কালের আলো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নকে বিনির্মাণের লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা: এম.এ.আজিজ, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস, জেলা আ’লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ।
এছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাতেও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করে উপজেলা আ’লীগ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।
আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ আজ নিজেদের টাকায় পদ্মাসেতু করতে পারে। সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন।