ঢাকার পথে ভারতের উপহার ২০ লাখ ডোজ টিকা
প্রকাশিতঃ 10:26 am | January 21, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান। বৃহস্পতিবার(২১ জানুয়ারি) ভোরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কেভিশিল্ড’৷ পরে সকাল ৮টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজ। খবর জি নিউজের।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় করোনার টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদফতর এই টিকা গ্রহণ করবে। জাতীয় পরিকল্পনার সঙ্গে এই ২০ লাখ টিকা যুক্ত করা হবে। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন আসার কথা জানিয়েছেন।
বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ৩ কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
কালের আলো/ডিএসবি/এমএইচএ