রাস্তার মাঝে পুড়ে ছাই প্রিয়কের প্রিয় গাড়িটি (ভিডিও)
প্রকাশিতঃ 3:01 pm | September 01, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
আলোকচিত্রী এফএইচ প্রিয়ক নেপালের কাঠমান্ডু ত্রিভূবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত। প্রিয়কের নিজের প্রাইভেটকারটি হঠাৎ করেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার(১ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মাস্টারবাড়ি এলাকায় এটিতে আগুন লাগে।
যান্ত্রিক ত্রুটির ফলে প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু, ততক্ষণে প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে প্রাইভেটকার চালিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী মেহেদি হাসান। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পুরো প্রাইভেটকারটি ভস্মীভূত হয়ে গেছে বলেও জানান তিনি।
ভিডিও-
কালের আলো/এমএইচএ