ভ্যাকসিন নিতে ডিআরইউ’র সদস্যদের তালিকাভুক্ত হওয়ার আহ্বান
প্রকাশিতঃ 11:18 pm | January 23, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন নিতে সদস্যদের তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টর্স ইউনিটি (ডিআরইউ) কর্তৃপক্ষ।
শনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সদস্যদের উদ্দেশে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ‘কোভিড-১৯’ মহামারী মোবিবেলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই জাতীয় ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা তৈরি করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ডিআরইউ কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপেই ডিআরইউ’র সদস্যরা ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাচ্ছেন।
প্রথম ধাপে ভ্যাকসিন নিতে আগ্রহী ডিআরইউ’র সদস্যদের জাতীয় পরিচয়পত্রের কপি, প্রতিষ্ঠানের নাম ও বয়স ২৪ জানুয়ারি রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে সরাসরি অথবা ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ডিআরইউ’র ই-মেইল ঠিকানা: infodrubd@gmail.com
প্রসঙ্গত, ঘোষণা অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি থেকে অ্যাপস’র মাধ্যমে ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হবে।
কালের আলো/বিএমকে/এএ