‘ময়মনসিংহ মেডিকেল কলেজ অচিরেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নিবে’

প্রকাশিতঃ 10:16 am | January 11, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো: ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজ অচিরেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নিবে বলে মন্তব্য করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা: এম.এ.আজিজ।

তিনি বলেন, ঢাকার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবার দাবি রাখে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দাবির প্রতি আন্তরিক। অচিরেই এ দাবি পূরণ হবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এম-৫৫ শিক্ষাবর্ষের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা: এম.এ.আজিজ বলেন, বর্তমান সরকারের সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। এ হাসপাতালের হৃদরোগীদের হার্টে রিং পড়ানো ক্যাথলেব মেশিনও বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অচিরেই এ মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে।

তিনি বলেন, সরকার দেশের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বরাবরই এসব সমস্যা সমাধানে সরকারের কাছে দাবি জানিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক ডা: ফজলুল হক পাঠান, জেলা মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা: তারা গোলন্দাজ প্রমুখ।