‘মাশরাফি সবাইকে মোটিভেট করতে পারেন’
প্রকাশিতঃ 1:55 pm | September 02, 2018
খেলার মাঠে প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত মাশরাফি বিন মর্তুজার সমকক্ষ কোন ক্রিকেটার তৈরি হয়নি। বলা যায় প্রত্যেক ক্রিকেটারেরই প্রেরণার উৎস এই মাশরাফি। কোনও ক্রিকেটার খারাপ খেললেও তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিয়ে যান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
পুরো দলকে উৎসাহ দিয়ে মাতিয়ে রাখার এই গুনটির কারণেই সকলের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মাশরাফি। টাইগার ওপেনার তামিম ইকবালের কাছেও নড়াইল এক্সপ্রেস মানে ভিন্ন কিছু।
তাঁর মতে সকলকে প্রেরণা দেয়ার মতো গুনের কারণেই আজ সফলতম অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছেন মাশরাফি। এটি এন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেছেন,
‘ওনার কথা তো বলে শেষ করা যাবে না, উনি সবসময় শুধু আমাকে না, পুরো দলকেই মোটিভেট করতে থাকেন। এটাই ওনার সবথেকে বড় গুন। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের সবথেকে বড় কারণটিই এটি যে উনি এত ভালো করে সবাইকে মোটিভেট করতে পারেন।’
মাশরাফি যতদিন বাংলাদেশের হয়ে খেলবেন ততদিন দলকে ইতিবাচক ফলাফলই এনে দিবেন বলে বিশ্বাস করেন তামিম। টাইগার অধিনায়কের প্রশংসা করে এই ওপেনার আরও বলেন,
‘যে ভালো করছে তাঁকেও উৎসাহ দেন, যে ভালো করছে না তাঁকে ভালো করার উৎসাহ প্রদান করেন। সুতরাং আমার কাছে মনে হয় যতদিন উনি খেলবেন সেটি বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে।’