মহাসড়কে উল্টে গেল লেগুনা

প্রকাশিতঃ 4:16 pm | September 02, 2018

জেলা প্রতিনিধি, কালের আলো :

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী লেগুনা উল্টে ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্থানীয় কাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পোষাক কারখানার শ্রমিক নিয়ে লেগুনাটি যাচ্ছিল।

স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে লেগুনাটি ভবানীপুর পৌছালে হঠাৎ চালক নিয়ন্ত্রন হারিয়ে বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে চলন্ত অবস্থায় উল্টে যায়। এ সময় লেগুনায় থাকা ১২ জন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় হতে একটি যাত্রীবাহী লেগুনা শ্রীপুরের উপজেলার মাওনা চৌরাস্তায় যাচ্ছিল। ভবানীপুর এলাকায় চালক নিয়ন্ত্রন হারালে দুর্ঘটনা ঘটে।

কালের আলো/বা/এমএইচএ