হ্যাকিংয়ের ঘটনায় মুখ খুললো গুগল

প্রকাশিতঃ 11:30 pm | January 29, 2021

টেক ডেস্ক, কালের আলো:

বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা নিয়ে ছয় পর্বের প্রতিবেদন প্রকাশ করেছে টেক জায়েন্ট গুগল। ২০২০ সালের শুরুর দিকে এ ঘটনা প্রথম গুগলের নজরে আসে। এরপর তারা এ ব্যাপারে তদন্ত শুরু করে।

অনেক দিন পরে হলেও প্রতিবেদনের মাধ্যমে এ নিয়ে মুখ খুললো গুগল।গুগলের সিকিউরিটি টিম প্রজেক্ট জিরো জানায়, সাইবার অপরাধীরা দুটি সার্ভারের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে লক্ষ্যবস্তুগুলোতে এক্সপ্লয়েট চালান দেয়।

একটি সার্ভারের মাধ্যমে উইন্ডোজ ও আরেকটি সার্ভারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিশানা করা হয়।উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে এক্সপ্লয়েট সক্রিয় হয়ে বাগ (প্রোগ্রাম বা সফটওয়্যারের দুর্বলতা ও ত্রুটি) সনাক্ত করে সে অনুযায়ী কারসাজি করে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়েছে অপরাধীরা।

ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে ডিভাইসে সক্রিয়ভাবে অবস্থান ও নিয়ন্ত্রণ নিতে সক্ষম এক্সপ্লয়েট ব্যবহার করেছে হ্যাকাররা।এ ঘটনা নিজেদের মধ্যে জানাজানির পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্রোম ও এপ্রিলে উইন্ডোজের বাগ বা ত্রুটি সমাধান করে ফেলে গুগল ও মাইক্রোসফট।

কালের আলো/এসবি/এমআরকে