পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি তাহিরা
প্রকাশিতঃ 5:45 pm | September 02, 2018
কালের আলো ডেস্ক:
পাকিস্তানের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তাহিরা সাফদার। দেশটির বেলুচিস্তান প্রদেশের হাইকোটের তিনিই প্রথম নারী বিচারপতি।
শনিবার (১ সেপ্টেম্বর) বেলুচিস্তানের গভর্নর হাউসে তিনি শপথ নিয়েছেন যা পাকিস্তানের ইতিহাসে প্রথম।
তবে তিনিই পাকিস্তানের প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন ১৯৮২ সালে। তখন বেলুচিস্তান প্রদেশের দেওয়ানী আদালতের বিচারক হিসেবে শপথ নেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগের বিচারে গঠিতএকটি বিশেষ আদালতের সদস্য হিসেবে বর্তমানে কর্মরত আছেন তাহিরা।