সেনা প্রধান ময়মনসিংহে আসছেন আজ
প্রকাশিতঃ 10:24 am | January 11, 2018
স্টাফ রিপোর্টার | কালের আলো: সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন।
এদিন বিকেল ৩ টায় তিনি নগরীর সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় যুব গেমসের বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেনা প্রধান দুপুরে ময়মনসিংহে এসে পৌঁছবেন। পরে বিকেলে তিনি এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
এ অনুষ্ঠানে ঘাটাইল ক্যান্টনম্যান্টের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক, ময়মনসিংহ ক্যান্টনম্যান্টের সিনিয়র কর্মকর্তারাসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি দেখতে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।