রাজধানীতে বাস চাপায় এসআই নিহত
প্রকাশিতঃ 6:27 pm | September 02, 2018
বিশেষ প্রতিনিধি:
নিরাপদ সড়ক চাই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই রাজধানীতে বাস চাপায় উত্তম কুমার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
রবিবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের শাহআলীর রাইনখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত উত্তম রুপনগর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ওই রোডে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন উত্তম কুমার। এসময় ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার এসআই শিউলি জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে