আবারো নেপালের ত্রিভুবনে বিমান দুর্ঘটনা
প্রকাশিতঃ 6:39 pm | September 02, 2018
কালের আলো ডেস্ক:
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো দুর্ঘটনায় পড়েছে বিমান। বিমানটি অবতরনের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।
বার্তাসংস্থা এএনআইয়ের নিউজে বলা হয়, দেশটির বেসরকারি একটি বিমান সংস্থার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এ বিমানের দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী।
এ বিষয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী বলেন, ‘নেপালগুঞ্জ থেকে ২১ আরোহী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ফ্লাইট ৯এনএএইচডব্লিউ। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে।’
দুর্ঘটনার পর বিমানবন্দরে কিছু সময়ের জন্য উড্ডয়ন ও অবতরন বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশি সহ ৫১ জন নিহত হয়।