‘ডেল্টা প্ল্যান ২১০০-এর আওতায় একশ বছরের পরিকল্পনা করেছি’

প্রকাশিতঃ 7:52 pm | September 02, 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেল্টা প্ল্যান ২১০০-এর আওতায় একশ বছরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে বাচিঁয়ে রাখতেই এ পরিকল্পনা বলেও জানান প্রধানমন্ত্রী।

রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডেল্টা প্ল্যান ২১০০-এর আওতায় একশ বছরের পরিকল্পনা আমরা করেছি। ২১০০ সালে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই, বদ্বীপকে বাঁচিয়ে রাখা, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য অভিঘাত থেকে বাঁচানোর জন্যই এই পরিকল্পনা। আগামী মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আমাদের জাতীয় নির্বাহী পরিষদের (এনইসি) বৈঠক আছে। সেখানেও এটা নিয়ে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘উন্নয়ন কাজ চলছে, চলবে। কতদূর কাজ করলাম, কতটা করতে হবে, সেটা দেখা হবে। একশ বছর পর বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই, ডেল্টা প্ল্যান ২১০০-এর মাধ্যমে সেই পরিকল্পনাও আমরা করেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘২০১০ সাল থেকে আমাদের উন্নয়ন পরিকল্পনা শুরু হয়েছে। ২০২১ সাল পর্যন্ত করণীয় অনেক দূর এগিয়েছে। ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত আমাদের কী করণীয়, সেটা প্রণয়নে আমরা কাজ শুরু করে দিয়েছি। জাতির পিতা বলে গেছেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। তার স্বপ্ন বাস্তবায়নই আমাদের ইচ্ছা। আর কিছু চাওয়ার নেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী নির্বাচনের ইশতিহার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন হবে জোটবদ্ধ। নির্বাচনী ইশতেহারে তাই জোটের দলগুলোর মতামত প্রাধান্য পাবে। আমরা এর আগে আমাদের নির্বাচনী ইশতেহারকে বলেছিলাম দিন বদলের সনদ। সেটা শেষ হওয়ার নয়। আমাদের দিনবদলের চেষ্টা অব্যাহত থাকবে।’

ইভিএম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচন পৃথিবীর বহুদেশেই হয়। আমিই সব সময় ইভিএমের পক্ষে ছিলাম। আমি এখনো পক্ষে আছি। তবে হ্যাঁ এটা ঠিক তাড়াহুড়া করে এটাকে চাপিয়ে দেওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী বলেন, এটা (ইভিএম) একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা পরীক্ষামূলক করে দেখতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে দেখেছেন বেশ কয়েকটা জায়গায় ইভিএমে নির্বাচন হয়েছে। সুবিধা হলো যে মানুষটা যাচ্ছে একটা টিপ দিয়ে ভোটটা দিয়ে আসছে আর সাথে সাথে রেজাল্টটা পেয়ে যাচ্ছে। ইলেকশনকে স্বচ্ছ আর জবাবদিহি করার জন্য আমরা আজ ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, ছবিসহ ভোটার তালিকা থেকে শুরু করে যা যা পরিবর্তন সবই কিন্তু আমরা করেছি।’

উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) চতুর্থ শীর্ষ সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।