সাংবাদিক নাঈমুল ইসলাম খানের প্রশ্নে প্রধানমন্ত্রীর মৃদু হাসি
প্রকাশিতঃ 9:28 pm | September 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খানের প্রশ্নে মৃদ হাসি হাসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘বিএনপি তো আপনার সমর্থন ছাড়া আন্দোলন করতে পারবে না।’
এই সময় গণভবনের সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে। প্রধানমন্ত্রীর মুখেও কথাটি শুনে মৃদু হাসির রেখা দেখা যায়।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দলটির নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের নেত্রী এখন কারাগারে বন্দি। তারা পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুক।’
রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে বিমসটেক সম্মেলন শেষে এর গুরুত্ব তুলে ধরতে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে তিনি দেশে ফেরেন।
আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খানের নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে দ্বিতীয় প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। এ সময় আমাদের নতুন সময় নামে একটি পত্রিকা করার জন্য নাঈমুল ইসলাম খানকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে ডায়েরি লেখার অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সে সময়ের সেই টুকরো টুকরো ভাবনাগুলোই পরে ‘দিনবদলের সনদ’ হিসেবে আপনাদের সামনে হাজির করেছি।
কালের আলো/এএ