কন্ঠ দিলেও দৃশ্যপটে ‘লাপাত্তা’ সেই কনক সারওয়ার?
প্রকাশিতঃ 9:56 pm | February 02, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :
নিজের কুকর্মের কারণেই পর্নোগ্রাফি মামলায় জেল খেটেছেন। এমন গাত্রদাহেই প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন কথিত সাংবাদিক কনক সারওয়ার। দেশ থেকে পালিয়ে আমেরিকায় থিতু হয়ে এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপি-জামায়াতের ভার্চুয়াল প্রোপাগান্ডা স্কোয়াডের।
আরও পড়ুন: সরকার উৎখাতের ষড়যন্ত্রে আল-জাজিরার ‘মিশন উইন্টার প্রোপাগান্ডা’
তবে দেশের মানুষ তার তেলেসমাতি কারবারে বুঝে যাওয়ায় বিতর্কিত আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার সরকার বিরোধী প্রোপাগান্ডার প্রামাণ্যচিত্রটিতে দৃশ্যপটে হাজির হননি কনক।
‘বস্তুনিষ্ঠ’ তত্ত্বকে জাহির করতেই নিজেকে আন্ডার গ্রাউন্ডে রেখে নিজের এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি। বায়বীয় সেই প্রতিবেদনের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে আরও একবার নিজের অবস্থানকে জানান দিয়েছেন দেশত্যাগী কনক।
আরও পড়ুন: আল-জাজিরার আবিস্কার ‘ধুরন্ধর’ সামির আসল পরিচয় জানলে চমকে উঠবেন
ওই কাল্পনিক প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা গেছে, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদনটিতে কনক সারওয়ারের কন্ঠস্বর শোনা গেছে। তাকে সব রকমের সহযোগিতা করেছেন অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান।
কনকের একটি ইউটিউব শোতে মুখ ফসকে আলজাজিরার প্রোপাগান্ডার প্রতিবেদনের বিষয়ে দুই থেকে তিনমাস আগে একবার কথা বলেছিলেন সেনানিবাসে ‘অবাঞ্ছিত’ কর্নেল (অব:) শহীদ উদ্দিন খান।
আরও পড়ুন: ‘গুজব’ উৎপাদনের ‘কারখানা’ আলজাজিরা!
বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক মাস যাবত প্রায় প্রতিদিন ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে। মিথ্যা তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করাসহ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিষোদ্গার করা হচ্ছে। আর এ পুরো কাজটিতে নিজেদের অপকৌশলের বাস্তবায়ন করেছেন কনক ও শহীদ।
অনেকেই বলছেন, মিথ্যাচারের প্রতিবেদনটিতে ঘুষ বা দুর্নীতির টাকার কোন তথ্য উপাত্ত দেখানো হয়নি। নিজেদের উদ্দেশ্য হাসিলে ‘দুর্নীতির টাইটেল’ দিয়ে যাকে বায়বীয় প্রতিবেদনটিতে অভিযুক্ত করা হয়েছে, তার ব্যাংক একাউন্টেরও কোন হিসেবও নেই। শুধু মনগড়া কিছু মিথ্যাচার দিয়ে চরিত্র হননের এক কাল্পনিক প্রয়াস মাত্র এই প্রতিবেদন। এরকম নির্জলা মিথ্যাচারের মাধ্যমে ইউটিউব-ফেসবুকে গত কয়েক মাসেই লম্ফঝম্ফ করে বেড়াচ্ছেন কনক-শহীদরা।
কালের আলো/এসআর/এমসি