মেয়র হিসেবে শপথ নিলেন লিটন ও আরিফুল
প্রকাশিতঃ 12:09 pm | September 05, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো :
রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরী শপথগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করান।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেয়রদের শপথের পর শপথ নিয়েছেন দুই সিটির নির্বাচিত কাউন্সিলররাও। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে এক লাখ ৬৬ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।
কালের আলো/বিপ্র/এমএইচএ