জুভেন্তাসে যে পরিমাণ বেতন পাবেন রোনালদো
প্রকাশিতঃ 12:44 pm | September 05, 2018
খেলার মাঠে ডেস্ক, কালের আলো:
সিরি ‘আ’তে ক্রিস্তিয়ানো রোনালদো যে অন্যদের চেয়ে বেশি বেতন পাবেন তা সহজেই অনুমান করা যায়। কিন্তু জুভেন্তাসে তার বেতন ঠিক কতো তা এতদিন জানা যায়নি। সম্প্রতি ইতালির গণমাধ্যমে উঠে এসেছে পর্তুগিজ তারকার বেতনের বিষয়টি। সেখানে দেখা গেছে প্রতি মৌসুমে ৩১ মিলিয়ন ইউরো বেতন পাবেন রোনালদো। যা লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ৩ গুণ বেশি।
চার বছরের চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। এরই মধ্যে জুভেন্তাসের জার্সি গায়ে খেলে ফেলেছেন ৩টি ম্যাচও। যদিও এখন পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ইউরোপিয়ান লিগে চলছে বিরতি। আপাতত বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে অবকাশ যাপনে আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এর মধ্যে ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, মৌসুম প্রতি রোনালদো বেতন ৩১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৪৪ টাকা।
গণমাধ্যমটি জানিয়েছে, অঙ্কটা সিরি ‘আ’তে শুধু মাত্র সর্বোচ্চই নয়, লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিন গুণ বেশি। লিগে রোনালদোর পরেই বেতনে এগিয়ে গঞ্জালো হিগুয়েন। এসি মিলানে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বেতন মৌসুমপ্রতি ৯.৫ মিলিয়ন ইউরো।
সিরি ‘আ’তে সর্বোচ্চ হলেও বেতন পাওয়ার দিক থেকে লিওনেল মেসি ও নেইমারের চেয়ে পিছিয়ে এই পর্তুগিজ তারকা। সবচেয়ে বেশি বেতনের ফুটবলার মেসি বার্সেলোনায় মৌসুম প্রতি বেতন পান প্রায় ৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৩৯৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা। আর পিএসজিতে নেইমারের মৌসুম প্রতি বেতন ৩ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ৮৩০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা।
কালের আলো/খে/ডে