আক্রমণাত্মক খেলতে চান লিটন
প্রকাশিতঃ 3:18 pm | September 05, 2018
খেলার মাঠে ডেস্ক, কালের আলো:
ব্যাটিংয়ের ধরণ পাল্টাতে নারাজ উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আক্রমণাত্মক মনোভাব খেলতে পছন্দ তার আর এই স্বভাবটাই ধরে রাখতে চান তিনি।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। লিটন বলেন, একেক জন ব্যাটসম্যানের খেলার ধরণ একেক রকম। আমার খেলার ধরনটিও এমন যে আমি আক্রমণাত্মক খেলতে পছন্দ করি। আর আমার ধারাবাহিকতা এভাবেই চলবে। আমি এভাবেই ইনিংস শুরু করতে চাই।
তামিম ইকবালের কাজ হচ্ছে পুরো ইনিংস ধরে খেলা। আর ওপেন করতে নেমে তামিম ধরে খেললে লিটনকে আক্রমণাত্মক মনোভাবে খেলতে হবে। পাওয়ার প্লে’তে এই স্বভাবে ব্যাট করে দ্রুত রান তুলতে চান লিটন।
তবে দ্রুত রান তুলতে হলে সঠিক সময়ে সঠিক শট খেলতে হবে তাকে। কোন সময় কোন শট খেললে রান পাওয়া যাবে এগুলো নিয়েই এখন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি আরো বলেন, আসলে আউট হতে হলে একটি বলই তো প্রয়োজন। সেটি নিয়েই আসলে কাজ করছি যে কোন শটগুলোর পারফেকশন করা যায়। আর আপনাকে উইকেটে থাকলে তো হবে না শুধু, রানও করতে হবে।
লিটন মনে করেন, শুধু উইকেট টিকে থাকলেই হবে না, সাথে রান ও করতে হবে। তিনি বলেন, আর রান করতে হলে উইকেটে টিকে থাকলেই হবে না, ব্যাটও চালাতে হবে। সেই বিষয়গুলোই এখন বিবেচনা করছি যে কোন শটটি খেললে রান পাওয়া যাবে। সেগুলোই চেষ্টা করছি শতভাগ।
কালের আলো/খেমা/এমএইচ