সালমান শাহ স্মরণে মিউজিক স্টেশনে গাইবেন রাজীব-ঝিলিক

প্রকাশিতঃ 3:27 pm | September 05, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

বাংলা চলচ্চিত্রের সারা জাগানো নায়ক সালমান শাহ গত হয়েছেন ১৯৯৬ সালেই। তবে তার স্টাইল, অভিনয়ে মুগ্ধ দর্শকরা এখনো তাকে স্মরণ করেন শ্রদ্ধাভরে।

বাংলা চলচ্চিত্রের এ উজ্জল নক্ষত্রের স্মরণে বেসরকারি টেলিভিশন আরটিভির জনপ্রিয় লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’এ গাইবেন কন্ঠশিল্পী রাজীব ও ঝিলিক।

কামরুন নাহার অভি’র উপস্থাপনায় ‘মিউজিক স্টেশন’-এ দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান। অনুষ্ঠানটি প্রচার হবে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টা ২০ মিনিটে। প্রযোজনা করেছেন শাহ্ আমীর খসরু।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহ’র। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেন মোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, আশা ভালবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, আঞ্জুমান, কন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মৃত্যু নাই, সুজন সখী, তুমি আমার, প্রিয়জন, স্বপ্নের নায়ক, বুকের ভিতর আগুন, প্রেম পিয়াসী।

কালের আলো/শো/এমএইচ