করোনা ভাইরাসের টিকা নিলেন সেনাবাহিনী প্রধান
প্রকাশিতঃ 3:34 pm | February 14, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
যুক্তরাষ্ট্রের সফল সফর শেষে দেশে ফিরেই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাসের টিকা নেন।
এ সময় তিনি টিকা নিয়ে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে সকলকে করোনা ভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাস এর টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।
টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৬ টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮,২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য অসামরিক ব্যক্তিদের টিকা প্রদান করা হয়।
কালের আলো/বিএস/এমএইচ