সালমান খানের বাবার জন্যেই আজ শাহরুখ খান
প্রকাশিতঃ 7:59 am | September 06, 2018
কালের আলো ডেস্ক:
বলিউডের কিং শাহরুখ খান এখন স্বনামে বিশ্বময় পরিচিত। বলিউডের এ তারকার, তারকা হওয়ার পিছনে রয়েছে বলিউডের আরেক তারকার পিতার অবদান।
শাহরুখ খান নিজেই জানিয়েছেন এ কথা। সম্প্রতি সালমান খানের সঞ্চালনায় ‘দশ কা দম’-৩ এর ফাইনাল রাউন্ডে অতিথি হিসাবে এসেছিলেন শাহরুখ। সেখানেই এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যখন আমি প্রথমবার মুম্বাই এসেছিলাম, তখন আমি একজন সাধারণ এক অভিনেতা ছিলাম। মুম্বাইতে ভালো থাকা খাওয়ারও স্থান ছিলনা আমার। সে সময় সালমানের বাড়িতেই আমি খাবার খেয়েছিলাম। সেলিম খানজী আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। বলতে গেলে ওনার সাহায্যেই আজ আমি শাহরুখ হয়েছি।
বলিউডে সালমান ও শাহরুখ এ দুই তারকার বন্ধুত্ব সর্বজনবিদিত। বিটাউনে তাদের বন্ধুত্ব করণ-অর্জুন উপাধিতে পরিচিত।
সে বন্ধুত্বের বন্ধনকে যেন আরও দৃঢ় করলেন শাহরুখ, আমি এই শোয়ে এসেছি শুধুমাত্র সালমানের জন্য। ও আমাকে যেখানে যেতে বলবে আমি যেতে রাজি।
প্রসঙ্গত, সালমান খানের বাবা সেলিম খান বলিউডের একজন খ্যাতনামা চিত্রনাট্যকার। ‘জাঞ্জির’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’-র মত ছবির চিত্রনাট্যকার তিনি।
কালের আলো/শো/এমএইচ