যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার

প্রকাশিতঃ 9:10 am | September 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার রাত ৩টায় মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুলাল নামে এক ব্যক্তি তার (মোজাম্মেল হক চৌধুরী) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য গত ৩১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছিলেন, এবারের পবিত্র ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৯ জন নিহত ও আহত ৯৬০ হয়েছেন। পাশাপাশি সড়ক মহাসড়কে পরিবহন দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করেন তিনি।

কালের আলো/এমএইচএ