দেশে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫০
প্রকাশিতঃ 6:21 pm | February 20, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া দেশে নতুন করে আরো ৩৫০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৩ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪২৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯০ হাজার ৮৯২ জন করোনা থেকে সুস্থ হলো।
শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২২টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন পাঁচজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ তিনজন ও নারী দুইজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৩১৪ জন ও নারী দুই হাজার ২৮ জন।
এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব চারজন রয়েছেন। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। পাঁচজনের চারজন হাসপাতালে ও একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
কালের আলো/ডিএসবি/এমএম