নাফিসা কামালের কন্ঠ নকল করে প্রতারণা

প্রকাশিতঃ 10:46 am | September 06, 2018

কালের আলো প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কণ্ঠ নকল করে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির অভিযোগে শাহীন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, নাফিসা কামালের কণ্ঠ নকল করে মোবাইল ফোনে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তদবির ও চাঁদাবাজি করে আসছিল প্রতারক শাহীন। চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভূমি কর্মকর্তা, পুলিশের ওসিকে মোবাইলে ফোন করে সে বিভিন্ন তদবির করত। বিষয়টি জানাজানি হলে তৎপর হয়ে উঠে র‌্যাব ও পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ‘শাহীন বড় ধরণের প্রতারক। তাকে গ্রেপ্তারের পর প্রতারণার অনেক খবর বের হয়ে এসেছে। সে আমার কাছেও ম্যাডামের (নাফিসা কামাল) কণ্ঠ নকল করে কয়েকবার ফোন করে তদবির করেছিল। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘প্রতারক শাহীন নাফিসা কামালের কণ্ঠ নকল করে আমাকেও কল করেছিল, ওই প্রতারককে রিমান্ডে নিয়ে তার প্রতারণার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতারকের এ ধরণের কর্মকাণ্ডে নাফিসা কামাল ক্ষুব্ধ ও বিব্রত। তিনি ওই প্রতারকের শাস্তি দাবি করেছেন।

কালের আলো/এমএইচ