এমপি হিসেবে শপথ নিলেন সালাম মুর্শেদী

প্রকাশিতঃ 3:18 pm | September 06, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

এমপি হিসেবে শপথ নিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে শূন্য ঘোষিত খুলনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু ওই আসনে আর কোনো প্রার্থী না থাকায় গত ২৬ আগস্ট তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ব্যক্তিগত জীবনে সালাম মুর্শেদী বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।

কালের আলো/জা/এমএইচ