সাকিব ২০-৩০ শতাংশ ফিট, বিশ্বাস করি না : কোচ

প্রকাশিতঃ 5:40 pm | September 06, 2018

কালের আলো ডেস্ক:

আঙুলের ইনজুরিতে ভোগার কারণে আসন্ন এশিয়া কাপে সাকিব আল-হাসানের থাকা না থাকা নিয়ে সংশয় ছিল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে সাকিব নিজেও জানিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়ে খেলতে চান।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল-হাসানকে রেখেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণ করেছে। কিন্তু বিশ্বের সেরা এ অলরাউন্ডার চেয়েছিলেন, এশিয়া কাপের আগেই আঙুলের অস্ত্রোপাচার করাতে।

খেলার জন্য ২০-৩০ শতাংশ ফিট বলে গত মঙ্গলবার একটি ইংরেজি দৈনিকের কাছে জানিয়েছিলেন সাকিব। কিন্তু দলের কোচ বলছেন ভিন্ন কথা। আজ বৃহস্পতিবার শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘আমি বিশ্বাস করি না সাকিব ২০-৩০ শতাংশ ফিট। আমি মনে করি, সাকিব ৬০-৭০ শতাংশ ফিট।’

সাকিবের খেলা নিয়ে প্রশংসা করেছেন ব্রিটিশ কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘সাকিব একজন অসাধারণ খেলোয়াড়, সে খুব চমৎকার।’

এশিয়া কাপ উপক্ষে গত ২৭ আগস্ট শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্প শেষ হয়েছে আজ। প্রস্তুতি শেষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক মাশরাফি ও কোচ স্টিভ রোডস।

কালের আলো/খেমা/আস