বাংলাদেশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন পুলিশ ফুটবল ক্লাব

প্রকাশিতঃ 9:19 pm | February 25, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং আরামবাগ ক্রীড়া চক্রের  মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এ পর্যন্ত দশটি ম্যাচে অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়েছে, ড্র করেছে ৩টিতে এবং হেরেছে ৪টি খেলায়।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সাবেক অতিরিক্ত আইজি শেখ মুহম্মদ মারুফ হাসান।

আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং র‌্যাব মহাপরিচালক ও  বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

কালের আলো/বিএস/এমএইচএ