চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
প্রকাশিতঃ 2:31 pm | September 07, 2018
কালের আলো প্রতিবেদক:
চট্রগ্রামে গণপিটুনিতে মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই চোর নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাউজান উপজেলারগৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে ও সাইফুল একই এলাকার হামদু মিয়ার ছেলে। নিহতদের বয়স আনুমানিক ২০- ২৫ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার ভোরে সিরাজ কলোনির একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে ফেলে। এরই মধ্যে চোরেরা বাড়ির মালিককে অস্ত্র তাক করে বসে। বাইরে থেকে জনগণ বিষয়টি বুঝতে পেরে কৌশলে ঘরে ঢুকে দুই চোরকে ধরে ফেলে। পরে বাইরে বের করে তাদের গণপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়।
কালের আলো/জানি/এমএইচ